Friday, 24 April 2015

'রোমন্থন বা ভীমরতি প্রাপ্তর পরচরিতচর্চা'

 'রোমন্থন বা ভীমরতি প্রাপ্তর পরচরিতচর্চা'

১৯৯১, ভারতবর্ষর প্রেক্ষিতে তা নি:সন্দেহে ছিল এক সন্ধিক্ষণ । মুহুর্তে 
friend বা unfriend করে দিতে পারা আজকের এই পৃথিবী থেকে যা অনেকটাই ছিল অন্যরকম।আর সেই দ্রুত পরিবর্তিত পৃথিবীতে সম্মুখীন অজস্র প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে গড়ে উঠেছিল এক বন্ধুত্ব যার নাম আরব্ধ। আরব্ধ মানে আমরা যারা প্রতিমুহুর্তে পরস্পরের কাছে এসেছি, ভালোবেসেছি, দুঃখ পেয়েছি, মানঅভিমান, তর্কবিতর্ক করেছি, আবার প্রকৃতির নিয়ম মেনেই সময়ের সাথে সাথে অনেকেই ছিটকে গেছি বিভিন্ন প্রান্তে, নিজস্ব কর্মজগতে হয়তো বা কিছুটা মান অভিমান নিয়েই।

২৫ বছর পর এক ভীমরতিপ্রাপ্ত-র মতোই রোমন্থন করতে গিয়ে মনে পড়ছে নব্বই দশকের সেই দিনগুলির কথা, যখন শুধুমাত্র উৎসাহ কে সম্বল করে ঝাঁপিয়ে পড়েছিলাম আরব্ধ মানে বন্ধুত্বের জন্য। শান্তনীলদার হাত ধরে নাটক, দোলনদার হাত ধরে পত্রিকা আর সৌমেনদার হাত ধরে জীবন বোধের এক নতুন জগতের সাথে পরিচিত হয়েছিলাম, কিছুই শিখতে পারিনি, তবুও আমার যেটুকু বোধ শিক্ষা ভালোলাগা গড়ে ওঠা, সব কিছুই তো আরব্ধ করে শেখা, তাই মনে হল পুরোনো পত্রিকা গুলোতে আরেকবার চোখ বোলাই, জানি অনেকের কাছেই এটা নেহাতই ভীমরতি মনে হতে পারে তবুও হয়তো বা কোনো লেখায়, কোনো ক্ষণিক মুহুর্তে পুরোনো দিনগুলিকে ফিরে পেলেও পেতেও পারি, এই আশাতেই এই ব্লগের সৃষ্টি । এটা নতুন করে আরব্ধ প্রকাশ করার চেষ্টা নয়। তপন রায়চৌধুরীর ভাষা ধার করে বলা যায় এই ব্লগ নেহাতই রোমন্থন বা ভীমরতি প্রাপ্তর পরচরিতচর্চা ।

No comments:

Post a Comment